Bengali | Reported by Akhilesh Sharma, Saurabh Gupta, Edited by Biswadip Dey | Thursday April 9, 2020
৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন সম্প্রসারিত করার কথা জানিয়ে দিল ওড়িশা সরকার। দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউন বাড়ানোর কথা জানিয়ে দিল তারা। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে দেশে। এই অবস্থায় ১৪ এপ্রিলের পর লকডাউন বাড়াবে কিনা কেন্দ্রীয় সরকার, তা নিয়ে জল্পনার মাঝেই ওড়িশা জানিয়ে দিল তারা তাদের রাজ্যে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত সম্প্রসারিত করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত ট্রেন ও বিমান চলাচল বন্ধ রাখার জন্য। একটি বিবৃতিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ‘‘ওড়িশার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে লকডাউনকে সম্প্রসারিত করা জন্য। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও অনুরোধ জানানো হচ্ছে এমনটা করার জন্য।’’
www.ndtv.com/bengali