Bengali | Edited by Shylaja Varma | Thursday June 20, 2019
সাংসদদের শপথগ্রহণকে (Oath-taking) কেন্দ্র করে ‘জয় শ্রী রাম', (Jai Shri Ram) ‘ভারত মাতা কি জয়', ‘আল্লা হু আকবর' ধ্বনিত হয়েছে সংসদে (Parliament)। এই পরিস্থিতিতে লোকসভার নবনির্বাচিত স্পিকার (Speaker) ওম বিড়লা জানিয়ে দিলেন, তাঁর পক্ষে সংসদের নিম্ন কক্ষের পরিচালনা করা আদপেই কোনও চ্যালেঞ্জের বিষয় নয়। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘কোনও চ্যালেঞ্জ নেই। আমরা কক্ষ পরিচালনা করব সব দলের নেতাদের সঙ্গে নিয়েই... ‘বনে মাতরম' এবং ‘বন্দেমাতরম', কে বলল আপনি এসব বলতে পারবেন না?'' রাজস্থানের কোটা লোকসভা থেকে তিনবারের বিজয়ী সাংসদ ওম বিড়লা সর্বসম্মতিক্রমে বুধবার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। বিরোধী দলগুলি তাঁর নির্বাচনকে মেনে নিয়েছে।
www.ndtv.com/bengali