Bengali | Written by Alok Pandey | Monday April 15, 2019
Lok Sabha Elections 2019: ঘড়িতে তখন রাত তিনটে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর (Chief Minister Of Uttar pradesh) বাসভবনের নিরাপত্তারক্ষীরা (Security Officials) ছাড়া আর কেউ জেগে নেই। এমন সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের এক মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। নিজের ইস্তফাপত্র (Resignation Letter) হাতে নিয়ে যোগীর বাড়িতে হাজির হওয়া মন্ত্রী দাবি করেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। কিন্তু বাসভবনের কর্মীরা জানান মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন । এ কথা শুনে চলে যান মন্ত্রী। ওমপ্রকাশ, সুহেলদেব ভারতীয় সমাজপার্টি (এসএসবি)-র নেতা। বিজেপির সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশের (Eastern Part Of Urttar Pradesh ) এই দলটির জোট আছে। কিন্তু মাঝে মধ্যেই জোট রাখা নিয়ে অনিহা দেখান ওমপ্রকাশ। তাঁর ক্ষোভ সামাল দিতে কয়েক মাস আগে তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়।
www.ndtv.com/bengali