Bengali | Edited by Deepshikha Ghosh | Monday May 20, 2019
Lok Sabha Election 2019: অবশেষে যোগী আদিত্যনাথ ওপি রাজভরকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করলেন। রাজভর এক মাস আগেই জোটসঙ্গী বিজেপির থেকে অব্যাহতি চেয়েছিলেন। ২০১৭ সালে গঠিত উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী হিসেবে নিযুক্ত রাজভর বছরখানেক আগেই প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির মুখ্য রাজভর গত মাসেই দাবি করেছিলেন, তিনি পদত্যাগ করেছেন।
www.ndtv.com/bengali