Bengali | Edited by Biswadip Dey | Friday January 10, 2020
সিএএ (CAA), এনপিআর (NPR) ও এনআরসির (NRC) কোনও প্রয়োজন নেই ভারতের। এই শিরোনামে একটি খোলা চিঠি লিখলেন ১০৬ জন অবসরপ্রাপ্ত আমলা (Open Letter By Ex-Civil Servants)। বৃহস্পতিবার ওই চিঠিতে তাঁরা দাবি করেন, এনপিআর ও এনআরসি ‘‘অপ্রয়োজনীয়'' এবং তা ‘‘অপব্যয়''। দিল্লি নাজবি জংয়ের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কেএম চন্দ্রশেখর এবং প্রাক্তন মুখ্য তথ্য কমিশনার ওয়াজাহাত হাবিবুল্লাহ সহ শতাধিক আমলা ওই চিঠি লেখেন। ওই চিঠিতে তাঁরা দাবি করেন, সংশোধিত নাগরিকত্ব আইন তথা সিএএ নৈতিকভাবে অসমর্থনীয়। তাঁদের মতে, এই আইনে সজ্ঞানে মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে, যাঁরা ভারতের জনসংখ্যার একটি বড় অংশ।
www.ndtv.com/bengali