Bengali | Written by Indrani Halder | Tuesday April 7, 2020
মারাঠাভূমিতে এখন আতঙ্কের একটাই নাম, করোনা ভাইরাস (Coronavirus)। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি সবচেয়ে বেশি হারে যে রাজ্যে করোনা সংক্রমণ (Coronavirus Outbreak) ছড়াচ্ছে তা হল মহারাষ্ট্র। ওই রাজ্যে (Maharashtra) নতুন করে মারণ রোগে আক্রান্ত হয়েছেন ১২০ জন। বাড়ছে মৃত্যু মিছিলও, COVID-19 এর আক্রমণে উদ্ধব রাজত্বে আরও ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। সরকারি পরিসংখ্যান মতে, মোট ৮৬৮ জন আক্রান্ত করোনা ভাইরাসে, যা এখনও পর্যন্ত দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই বেশি। আর বাণিজ্যনগরী মুম্বই? বছরভর যে শহর (Mumbai) মানুষের ব্যস্ততায় সরগরম থাকে, এই সময় যেন সেখানে শ্মশানের নিস্তব্ধতা। কারণ মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি যে জায়গায় থাবা বসিয়েছে করোনা, সেই জায়গাটি হল মুম্বই। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৫২৬, এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের।
www.ndtv.com/bengali