Bengali | Edited by Indrani Halder | Saturday July 11, 2020
ভারতে করোনা (Coronavirus) সঙ্কট মোকাবিলায় কতটা কার্যকরী ভূমিকা নিয়েছে সরকার বা করোনা ত্রাণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল (PM CARES fund) থেকে কতটাই বা উপকৃত হয়েছে দেশের মানুষ তা নিয়ে পর্যালোচনা করার বিষয়ে সকলের সম্মতি আদায়ে ব্যর্থ হলো গুরুত্বপূর্ণ সংসদীয় প্যানেল পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি (PAC)। অথচ এই কমিটিই (Public Accounts Committee) অতীতে টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারির মতো বিষয় তুলে ধরতেও পিছপা হয়নি।
www.ndtv.com/bengali