Bengali | Written by Biren Bhattacharya | Wednesday December 11, 2019
অনেক সময়েই আমরা মানুষের বিচার করি তার বাইরের আবভাব, চালচলন, পোশাক পরিচ্ছদ দেখে। তাঁর অন্তরের সৌন্দর্য প্রায়ই সমাজে অবহেলিত হয়। প্রত্যেকটি মানুষই তাঁর নিজের মতো করে লড়াই করে নিজের অস্তিত্ত্ব বা তাঁর কর্মধারা টিকিয়ে রাখার চেষ্টা করেন। সেই চিন্তাধারাই ঠাঁই পেয়েছে লেখক পদ্মিনী দত্তশর্মার লেখনিতে। তাঁর মতে, অন্যের বিষয়ে মতামত বা তাঁকে নিয়ে বিশ্লেষণ করায় বিরত থেকে নিজের কাজে মনোযোগ দেওয়া এবং তার উত্তরণ ঘটানোই বেশী ফলপ্রসূ হয় মানুষের জীবনে
www.ndtv.com/bengali