Bengali | Edited by Indrani Halder | Tuesday January 21, 2020
রাজ্যে (West Bengal) মাদক পাচার বন্ধে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। পাইকপাড়া (Paikpara) অঞ্চল থেকে এবার প্রচুর টাকার হেরোইন বাজেয়াপ্ত করল তাঁরা (Kolkata Police)। জানা গেছে, প্রায় ২৫ কেজি হেরোইন বাজেয়াপ্ত হয়েছে ওই পুলিশি হানায়। বাজেয়াপ্ত বিপুল পরিমাণ হেরোইনের (Heroin) বাজারমূল্য ১০০ কোটি বা তার বেশিও হতে পারে বলেও জানিয়েছেন কলকাতা পুলিশের এক উর্ধ্বতন আধিকারিক। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে টালা থানা এলাকার পাইকপাড়ার একটি বাড়িতে অভিযান চালান কলকাতা পুলিশের সন্ত্রাস বিরোধী বাহিনীর আধিকারিকরা। সেখান থেকেই হাতেনাতে পাকড়াও করা হয় মাদক পাচার চক্রের অন্যতম মাথা উত্তরপ্রদেশের এক মাদক ব্যবসায়ীকে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয় তাঁর সহযোগী মণিপুরের এক বাসিন্দাকেও।
www.ndtv.com/bengali