Bengali | Edited by Debanish Achom, Biswadip Dey | Wednesday September 25, 2019
পাকিস্তানের (Pakistan) ড্রোন (Drone) থেকে প্রচুর একে-৪৭ ও গ্রেনেড ফেলা হল পাঞ্জাবের (Punjab) অমৃতসরে, সীমান্তের পরেই। জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানার জন্যই ওই অস্ত্র ফেলা হয়েছে বলে পাঞ্জাব পুলিশের একটি সূত্র NDTV-কে জানিয়েছে। গত ১০ দিনে ওই ড্রোন আটবার হানা দিয়েছে বলে জানা গিয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক সূত্র জানাচ্ছে, ড্রোন থেকে স্যাটেলাইট ফোনও ফেলা হয়েছে। এই ড্রোনগুলি ৫ কেজি পর্যন্ত বস্তু বহনে সক্ষম। তাছাড়া এগুলি খুব দ্রুত উড়তে পারে। এদের সনাক্ত করাও কঠিন বলে ওই সূত্র জানিয়েছে।
www.ndtv.com/bengali