Bengali | Press Trust of India | Wednesday June 5, 2019
অভূতপূর্ব পদক্ষেপ করল পাকিস্তানের সেনাবাহিনী। আগামী অর্থবর্ষের জন্য প্রতিরক্ষা খাতে খরচ কমানোর সিদ্ধান্ত নিল তারা। অর্থনীতির ফাঁসে পড়ে থাকা দেশের এমন পরিস্থিতির কারণেই তাদের এই সিদ্ধান্ত। মেজর জেনারেল আসিফ গফুর, পাকিস্তানের জন সংযোগ অধিকর্তা একটি টুইট করেছেন মঙ্গলবার। সেখানে তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাজেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী অর্থবর্ষের জন্য। তবে তা যে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তার সঙ্গে আপস করে করা হচ্ছে না, তাও জানিয়ে দেন তিনি। তিনি লেখেন, ‘‘এক বছরের জন্য প্রতিরক্ষা খাতে খরচ কমানো হল। কিন্তু প্রতিরক্ষা ও নিরাপত্তার সঙ্গে আপস না করে। সমস্ত বিপদের ক্ষেত্রেই কার্যকরী প্রতিরোধ অব্যাহত রাখা হবে। কেবল অভ্যন্তরীণ ক্ষেত্রে তিনটি বিষয়ে নিয়ন্ত্রণ করা হবে।’’
www.ndtv.com/bengali