Bengali | Edited by Biswadip Dey | Friday December 13, 2019
২০০১ সালে সংসদে হওয়া জঙ্গি হানার (2001 Parliament Attack Anniversary) বর্ষপূর্তিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Kovind) ও কেন্দ্রীয় মন্ত্রীরা শুক্রবার সেই জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। আঠেরো বছর আগে ২০০১ সালের ১৩ ডিসেম্বর লস্কর-ই-তৈবা ও জৈশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর জঙ্গিরা সংসদ চত্বরে প্রবেশ করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ন’জনের মৃত্যু ঘটে। আক্রান্তদের মধ্যে ছিলেন পাঁচজন দিল্লি পুলিশ কর্মী, একজন মহিলা সিআরপিএফ সেনা, দু’জন সংসদের নিরাপত্তা কর্মী, একজম ওয়ার্ড স্টাফ ও একজন বাগানের মালি। একজন সাংবাদিকও গুলিবিদ্ধ হন। তিনি পরে মারা যান। পাঁচজন জঙ্গির প্রত্যেককেই গুলি চালিয়ে খতম করা হয়।
www.ndtv.com/bengali