Bengali | Edited by Madhurima Dutta | Monday November 18, 2019
Parliament's winter session: সোমবার ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (winter session of parliament), চলবে ১৩ ডিসেম্বর অবধি। নাগরিকত্ব (সংশোধনী) বিল সহ প্রায় ৫০ টি বিল সংসদে উপস্থাপনের কথা রয়েছে। এই বিলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ এবং পার্সিদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়াও আলোচনার জন্য উঠতে পারে হেলথ কেয়ার সার্ভিস পার্সোনেল এবং ক্লিনিকাল এস্টাব্লিশমেন্টস বিল
www.ndtv.com/bengali