Bengali | Edited by Rajit Das | Sunday August 18, 2019
তৃণমূলের (TMC) শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এখন বিজেপিকে (BJP) কলকাতা জয়ের স্বপ্ন দেখাচ্ছে। নতুন দলে নাম লিখিয়েই তাই নিজের ক্যারিশ্মা প্রমাণে মরিয়া শহরের প্রাক্তন মেয়র। পুরনো দল সম্পর্কে বেশ সরব তিনি। বলছেন, ‘তৃণমূল নীতি আদর্শ জলাঞ্জলি দিয়েছে। সেখানে পুরনো কোনও স্থান নেই। ভুল ধরিয়ে দিলেই হয় কোণঠাসা হতে হবে, নয়তো বেরিয়ে যেতে হবে।' তৃণমূলের কাজকে বাম জমানার সঙ্গে তুলনা করেন একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee) ঘনিষ্ট কানন। রাজ্যের শাসকদল ছেড়ে কেন্দ্রের শাসকদলে নাম লিখিয়েও অবশ্য স্বস্তিতে নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। যাকে ‘তুচ্ছ অজুহাত' বলে কটাক্ষ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
www.ndtv.com/bengali