Bengali | Edited by Anindita Sanyal | Friday June 28, 2019
লোকসভার অধিবেশনে বক্তব্য রাখতে উঠে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের (Congress) উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union home minister) অমিত শাহ। জম্মু ও কাশ্মীরে(Jammu and Kashmir ) রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি নিয়ে সংসদে বিতর্ক চলাকালীন অমিতের আক্রমণের সামনে পড়তে হয় রাহুল গান্ধির দলকে। “দেশভাগের (partition) জন্যে দায়ী কে?”, কংগ্রেসের দিকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন নয়া স্বরাষ্ট্রমন্ত্রী। বিতর্কের সূত্রপাত হয় সংবিধানের ৩৫৬ ধারাকে(Article 356) ব্যবহার করে কোনো রাজ্যের উপর কেন্দ্রীয় শাসন প্রয়োগ করা নিয়ে।এই বিতর্ক চলাকালীনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস সাংসদদের উদ্দেশ্য করে বলেন যে বিজেপি নয়, কংগ্রেসই সংবিধানের ৩৫৬ ধারাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। “কোনো বিশেষ পরিস্থিতিতেই আমরা বাধ্য হয়ে রাষ্ট্রপতি শাসন( President's Rule) জারি করি। এর আগে ১৩২বার সংবিধানের ৩৫৬ ধারাকে ব্যবহার করা হয়েছে। আর সেই ১৩২ বারের মধ্যে ৯৩ বারই একে ব্যবহার করেছে কংগ্রেস দল। আর এখন তাঁরা শেখাবে কিভাবে ৩৫৬ ধারা ব্যবহার করা উচিত?”,সংসদে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ উগরে দেন শাহ(Amit Shah)।
www.ndtv.com/bengali