Bengali | Edited by Indrani Halder | Monday February 3, 2020
বিজেপি সাংসদরা নির্বাচনী প্রচারের নামে আসলে "বিদ্বেষমূলক বক্তব্য" রাখছেন, বিরোধীদের এই অভিযোগে সোমবার উত্তাল হল লোকসভার অধিবেশন। সপ্তাহের প্রথম দিনেই বিজেপি সাংসদদের প্ররোচনামূলক মন্তব্যের নিন্দা করে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করলেন বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা। এদিকে সোমবার যখন সংসদে অর্থনীতি নিয়ে সাংসদদের প্রশ্নের জবাব দিতে ওঠেন অনুরাগ ঠাকুর, সেই সময়েই ওই বিজেপি সাংসদকে লক্ষ্য করে বিরোধী দলের সাংসদরা জোর স্লোগান দিতে থাকেন। রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে "শেম, শেম" ধ্বনি দিতে শুরু করেন বিরোধী সাংসদরা। পাশাপাশি "গুলি মারা বন্ধ করুন", অনুরাগ ঠাকুরকে লক্ষ্য করে ওই স্লোগানও ওঠে সংসদের অধিবেশনে (Lok Sabha)। দিল্লিতে এই নিয়ে ৩ বার সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিক্ষোভ লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটেছে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই ওই স্লোগান দেন বিরোধী দলের সাংসদরা। এদিকে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এবং বিজেপি সাংসদ পরবেশ বর্মার (Parvesh Verma) বিরুদ্ধে প্ররোচনা মূলক বক্তব্যের কারণে তাঁদের বিরুদ্ধে দিল্লি নির্বাচনের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
www.ndtv.com/bengali