Bengali | Press Trust of India | Sunday April 28, 2019
Krishnanagar: লোকসভা নির্বাচনের তৃতীয় পর্ব শেষ। সোমবার চতুর্থ দফার ভোটগ্রহণ হবে রাজ্যের ৮ আসনে। তারমধ্যেই রয়েছে নদিয়ার কৃষ্ণনগর আসনটি। ভক্তি আন্দোলনের সঙ্গে নদিয়া জেলাটির সম্পর্ক ওতঃপ্রোতভাবে জড়িত। এই কৃষ্ণনগরেই জন্মেছিলেন কালী সাধক এবং কালীমূর্তি তৈরি করে পুজোর প্রচলন করা মাতৃসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। এই নদিয়া জেলাটিতে শাক্ত ও বৈষ্ণব, দুটি ধারা প্রবাহিত হয়েছে একসঙ্গে। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে যেমন সারা বিশ্বের কাছে নদিয়া জেলাটি একটি পবিত্র এবং সুপরিচিত তীর্থক্ষেত্র হয়ে উঠেছে, তেমনই এই জেলাতে রয়েছে ইসকন, যারা বিশ্বের কাছে হরিনাম সংকীর্তন প্রচলনের কারণে যে প্রতিষ্ঠানটির নাম ঘোরাফেরা করে। বিভিন্ন রাজ্যের পর এবার এ রাজ্যে পদ্ম ফোটানোর লক্ষ্যে ঝাঁপিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনকে সেমিফাইনাল ধরে নিয়ে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে দিতে চায় অশোকা রোড। তারমধ্যেই অন্যতম নদিয়া জেলা, এই জেলাটিকেই পাখির চোখ করেছে গেরুয়া শিবির।
www.ndtv.com/bengali