Bengali | Agence France-Presse | Monday March 25, 2019
জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় দেশের সেরা বিদ্যালয় হয়ে উঠেছে কেনিয়ার গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের এই স্কুল। সামান্য ক্ষমতা, অপ্রতুলতা আর বহু না পাওয়াকে নিয়েও তাবিচির নেতৃত্বে বিজয়ী হয়েছে তাঁরা। খরা ও দুর্ভিক্ষ কবলিত কেনিয়ার গ্রস্ত উপত্যকায় একটি প্রত্যন্ত অর্ধ-শুষ্ক এলাকায় পাবানি গ্রামের কেরিকো মিক্সড সেকেন্ডারি স্কুলে (Keriko Mixed Day Secondary School) ৩৬ বছর বয়সী শিক্ষক তাবিচি তবু নতুন জীবনের পাঠ শেখান রোজ।
www.ndtv.com/bengali