Bengali | Edited by Joydeep Sen | Thursday February 27, 2020
জুলিয়ান অ্যাসেঞ্জের মুক্তির দাবিতে শনিবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই সিএএ-র বিরোধিতা করার পাশাপাশি জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আমির আজিজের লেখা একটা কবিতা পাঠ করেন তিনি। সেই কবিতা পাঠের আগে আমির আজিজ প্রসঙ্গে বলতে গিয়ে পিঙ্ক ফ্লয়েড গিটারিস্ট বলেন, "এই ছেলেটার নাম আমির আজিজ। যাকে আমরা কেউ চিনি না। উনি একজন তরুণ কবি এবং সমাজকর্মী। মোদি এবং তাঁর ফ্যাসিস্ট ও বিদ্বেষমূলক নাগরিকত্ত্ব আইনের বিরোধিতায় সরব আমির।"
www.ndtv.com/bengali