Bengali | Edited by Indrani Halder | Friday January 10, 2020
প্লাস্টিক ব্যবহার বন্ধে আগেই জোর সওয়াল করেছিল কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার, এবার সেই পথে আরও কঠোর অবস্থান নিল দেশের সর্বোচ্চ আদালতও। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্লাস্টিকের তৈরি নির্বাচনী প্রচারের সামগ্রী ব্যবহার নিয়ে দেশের নির্বাচন কমিশন (Election Commission), কেন্দ্র এবং অন্যদেরকে একটি নোটিস জারি করলো। সম্প্রতি শীর্ষ আদালতের (Supreme Court ) দৃষ্টি আকর্ষণ করে একটি আবেদন জমা পড়ে যাতে বলা হয় প্লাস্টিকের তৈরি নানা সামগ্রী নির্বাচনের সময় (Election Campaign) ব্যবহৃত হয় এবং নির্বাচন মিটে গেলে সেগুলিকে বর্জ্য পদার্থ হিসাবে ফেলে দেওয়া হয় যা পরিবেশের পক্ষে যথেষ্টই ক্ষতিকারক। তাই নির্বাচনের কাজেও যে কোনও ধরণের প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা (Plastic Ban) জারি করুক শীর্ষ আদালত, করা হয় এই আবেদন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার ওই নোটিস জারি করে সুপ্রিম কোর্ট।
www.ndtv.com/bengali