Bengali | NDTV | Sunday June 17, 2018
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে নীতি আয়োগ মিটিংয়ে যোগ দিতে হাজির হলেন দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী এবং শীর্ষ আমলারা। কেন্দ্রের ভিন্ন ভিন্ন পলিসি নিয়ে তৈরী হওয়া নীতি নিয়েই আলোচনা করার জন্যই এই মিটিং ডাকা হয়েছিল। কিন্তু এই মিটিং যেখানে এতটা ইতিবাচক হিসেবে ধরা হয়েছিল সেটাকে খানিকটা ফিকে করে এখন গোটা লাইমলাইটই কেড়ে নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল। যিনি এই মুহূর্তে সাত দিন ধরে গভর্নরের বাড়ির সামনে ধর্নায় বসেছেন। শনিবার কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনেও গিয়েছিলেন মমতা। কিন্তু তাঁকে কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হয়নি। এই মুহূর্তে কেজরিওয়ালের পাশে এসে দাঁড়িয়েছেন কর্ণাটক, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও কেরালার মুখ্যমন্ত্রী। খবর পাওয়া যাচ্ছে তারা আজ কেজরিওয়াল ও গভর্নরের মধ্যে তৈরী হওয়া সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
www.ndtv.com/bengali