Bengali | Edited by Indrani Halder | Thursday December 26, 2019
না, উৎসবের মরসুমেও বিজেপিকে ছাড় দিতে রাজি নয় বিরোধী দল কংগ্রেস (Congress), 'হ্যাপি ক্রিসমাস' হ্যাশট্যাগে কংগ্রেসের টুইটে গেরুয়া দলকে (BJP) নিশানা,'জুমলা বেল, জুমলা বেল, জুমলাজ অল দ্য... মজাদার বিষয়, এর চেয়ে সৎ সরকার আর কি হতে পারে?' গোটা দেশে এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বাস্তবায়ন নিয়ে লাগাতার বিক্ষোভ (CAA Protest) চলছে। তবে এর মধ্যেই উল্টো সুর গেয়ে গত রবিবার রামলীলা ময়দানে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান যে, দেশের সব জায়গায় এনআরসি (NRC) চালু করা নিয়ে মন্ত্রিসভায় নাকি কোনও আলোচনা হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এখনই গোটা দেশে এনআরসির প্রয়োগ নিয়ে আশঙ্কা করার কোনও দরকার নেই, কারণ এ নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।
www.ndtv.com/bengali