Bengali | Edited by Indrani Halder | Monday December 23, 2019
এই মুহুর্তে ইজরায়েলে উৎসবের জাঁকজমক, কেননা বিখ্যাত ইহুদি উৎসব হনুক্কা, যা আবার কারও কারও কাছে ছানুকা হিসাবেও পরিচিত, তা পালন করা হচ্ছে সেখানে। এই উৎসব উপলক্ষে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আন্তরিক শুভেচ্ছাবার্তা (Hanukkah Greetings) পাঠালেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী এই উৎসবকে ঘিরে ইজরায়েলের সঙ্গে এই দেশের এক যোগসূত্র তৈরি করলেন। প্রধানমন্ত্রী (PM Modi Hanukkah) ৮ দিনের ওই ইহুদি উৎসবের সঙ্গে তুলনা টানলেন ভারতের দীপাবলি উৎসবে।
www.ndtv.com/bengali