Bengali | Edited by Biswadip Dey | Thursday December 26, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) জানালেন, তিনিও দেশের অন্যান্যদের মতো সূর্যের বলয়গ্রাস (Solar Eclipse) দেখতে উৎসাহী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মেঘের আড়ালে সূর্য লুকিয়ে পড়ায় গ্রহণ দেখা আর হয়ে ওঠেনি প্রধানমন্ত্রীর। তবে কেরলের কোঝিকোড়ে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গ্রহণের ঝলক তিনি দেখেছেন বলে জানালেন তিনি। বৃহস্পতিবার সকালে দিল্লির আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। তাই বহু প্রতীক্ষিত সূর্যগ্রহণ দেখা থেকে বঞ্চিত হলেন দিল্লির বাসিন্দারা। এদিন সকালে প্রধানমন্ত্রী টুইট করে জানান, ‘‘অধিকাংশ ভারতীয়র মতো আমিও সূর্যগ্রহণ দেখতে উৎসাহী ছিলাম। দুর্ভাগ্যবশত, আমি সূর্যকে দেখতে পাইনি মেঘের জন্য। কিন্তু লাইভ স্ট্রিমে কোঝিকোড় ও অন্যান্য জায়গায় হওয়া গ্রহণের ঝলক দেখতে পেয়েছি। এছাড়া বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এবিষয়ে অনেক কিছু জানতে পেরেছি।''
www.ndtv.com/bengali