Bengali | Edited by Biswadip Dey | Sunday January 26, 2020
স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের সময় রঙিন পাগড়ি পরার তাঁর ঐতিহ্য বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরাবরই এই ধরনের অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে বিভিন্ন রঙের পাগড়ি পরে উপস্থিত হতে। ৭১তম প্রজাতন্ত্র দিবসে তাঁকে দেখা গেল গেরুয়া ‘বান্ধেজ’ পরিহিত অবস্থায়। বরাবরের মতো কুর্তা, পাজামা ও জ্যাকেট পরে এদিনের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নবনির্মিত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ তাঁকে দেখা যায় যুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সেনাদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করতে। প্রসঙ্গত, এতকাল ইন্ডিয়া গেটের সামনে ‘অমর জওয়ান জ্যোতি’-তেই এই শ্রদ্ধা নিবেদন করতে দেখা যেত প্রধানমন্ত্রীদের।
www.ndtv.com/bengali