Bengali | Anindita Sanyal | Sunday June 9, 2019
রবিবার সকালে শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোয়(Colombo )পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। এদিন তিনি ইস্টার ইস্টার সানডের দিনে হামলায় বিধ্বস্ত একটি গির্জায় হঠাৎই যান প্রধানমন্ত্রী। সমবেদনা জানিয়ে তিনি(PM Modi) বলেন, “কাপুরুষের মতো সন্ত্রাসবাদী হামলা শ্রীলঙ্কার শক্তি দমন করতে পারবে না। সহানুভুতির সঙ্গে শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে ভারত”। ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কায় হামলায় মৃত্যু হয় ২৫০-এরও বেশী মানুষের। একটি স্থানীয় জিহাদি সংগঠন এবং আইএসআইএস-এর সংগঠন ন্যাশনাল থাওইথ জামাথ ওই হামলার দায় শিকার করে।
www.ndtv.com/bengali