Bengali | ANI | Tuesday April 16, 2019
চোরাশিকারিদের নিয়ে ক্রমশ কঠোর হয়েছে দেশের আইন। বন্যপ্রাণী বাঁচাও আন্দোলনের কর্মীরা বহুবার সরব হয়েছেন এবং হচ্ছেন। তাঁরা মিছিল করে, সেমিনার করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সাধারণ মানুষকে বন্যপ্রাণীদের গুরুত্ব এবং চোরাশিকারীদের বন্যপ্রাণী হত্যা করে তাদের গায়ের চামড়া, দাঁত ইত্যাদি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে কামানো নিয়েও সচেতন করা হয়েছে। তবু যেন, ছবিটি পাল্টানোর নয়। হায়দরাবাদের একটি সাম্প্রতিক ঘটনাই তার প্রমাণ। যে ঘটনায় অভিযুক্ত বলে গ্রেফতার করা হল চারজনকে। এই চারজন চোরাশিকারী একটি চিতাবাঘের সম্পূর্ণ ছালটি ছাড়িয়ে নিয়ে তা বিক্রি করার জন্য উদ্যত হয়েছিল বলে জানা গিয়েছে। শুধু ছালই নয়। ওই চোরাশিকারীদের কাছ থেকে চিতাবাঘের চারটি নখও উদ্ধার করে পুলিশ।
www.ndtv.com/bengali