Bengali | Written by Indrani Halder | Tuesday February 25, 2020
একদিন নয়, বেশ কিছুদিন ধরেই চলছিল এই কারবার। দুধের (Milk) মধ্যে উত্তর কলকাতার (Kolkata) চিৎপুর অঞ্চলের একটি এঁদো পুকুরের জল মিশিয়ে চলছিল কারবার। গত কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল যে, ওই অঞ্চলের মানুষজন দুধ পান করার পরেই পেটের রোগে ভুগছিলেন। তাছাড়া ওই দুধ থেকে কেমন একটা দুর্গন্ধ ছড়াচ্ছিল বলেও অভিযোগ উঠছিল। পুলিশের কানে খবর যাওয়ায় সাদা পোশাকে কয়েকজন পুলিশ আধিকারিক দুধ সরবরাহকারী গাড়ির পিছু নিয়েছিলেন। তারপরেই সামনে আসে ওই ঘটনা। একজন পুলিশ আধিকারিক বলেন, "আমরা ওদের পিছু ধাওয়া করে গিয়ে দেখি যে কাছাকাছি একটি পুকুর থেকে নোংরা জল (pond water) নিয়ে দুধে মেশাচ্ছে তারা। সেই সময় আমরা ৩ জনকে হাতেনাতে পাকড়াও করি। গ্রেফতার হওয়া ৩ জনের মধ্যে দু'জন দুধ সরবরাহকারী এবং আরেকজন দুধ সরবরাহকারী গাড়ির চালক"।
www.ndtv.com/bengali