Bengali | Edited by Biswadip Dey | Sunday January 19, 2020
প্রাক্তন আইএএস আধিকারিক কেরলের কান্নান গোপীনাথন (Kannan Gopinathan Detained) প্রয়াগরাজের (Prayagraj) বিমান বন্দরে পৌঁছতেই গ্রেফতার করা হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে। শনিবার দিল্লি থেকে প্রয়াগরাজ পৌঁছন তিনি। ‘অল ইন্ডিয়া পিপলস ফোরাম’ আয়োজিত দু’ঘণ্টার সম্মেলন ‘নাগরিকতা বাঁচাও, সংবিধান বাঁচাও, লোকতন্ত্র বাঁচাও’-এ যোগ দিতে এসেছিলেন তিনি। প্রাক্তন আইএএস আধিকারিক একাধিক টুইটের মাধ্যমে তাঁর আটক হওয়ার খবর দেন। তিনি জানিয়েছেন, ‘‘আমি বিমান থেকে বেরিয়ে বাইরে যেতেই দশজন পুলিশ কর্মী আমার কাছে আসেন। তাঁরা আমার পরিচয় জানতে চান এবং আমি আমার নাম বলতেই তাঁরা আমাকে আটক করে ভিআইপি লাউঞ্জে নিয়ে আসেন। তারপর সেখান থেকে সিকিউরিটি রুমে।’’
www.ndtv.com/bengali