Bengali | Edited by Indrani Halder | Wednesday January 22, 2020
ছত্তিশগড়ের (Chhattisgarh) নকশাল অধ্যুষিত বিজাপুর জেলায় এলাকায় পাহারায় ছিলেন সিআরপিএফ জওয়ানরা, সেখানেই তাঁরা দেখেন প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন আদিবাসী এক মহিলা। এদিকে হাসপাতাল ওই এলাকা থেকে কম করে ৬ কিলোমিটার দূরে। মহিলাকে নিয়ে যাওয়ার জন্যে মেলেনি কোনও যানবাহনও। এদিকে ক্রমশই প্রসব যন্ত্রণা বাড়ছে গর্ভবতীর (Pregnant Woman)। তখনই জওয়ানরা (CRPF) আর দেরি না করে ওই মহিলাকে কাঁধে করে নিয়ে পায়ে হেঁটেই হাসপাতালে পৌঁছে দেন।
www.ndtv.com/bengali