Bengali | Edited by Joydeep Sen | Thursday March 12, 2020
এদিকে, চলতি মাসের প্রথমে প্রায় একদিন পথ অবরোধে সামিল হয়েছিলেন পড়ুয়ারা। সেই প্রতিবাদের নিন্দা করে উপাচার্য বলেছিলেন, পথ অবরোধ তুললে আমি আলোচনায় বসতে পারি। তিনি যুক্তি দিয়েছিলেন, হিন্দু হস্টেলের জীর্ণ তিনটি ওয়ার্ডের সংস্কারের ভার বিশ্ববিদ্যালয়ের হাতে নেই। এটা পূর্ত দফতরের কাজ। অপরদিকে, কলেজ স্ট্রিট ক্যাম্পাসে চলা লাগাতার আন্দোলনে বিরক্ত উপাচার্য গত কয়েক সপ্তাহ ধরেই রাজারহাট ক্যাম্পাসেই বসছেন বলে খবর।
www.ndtv.com/bengali