Bengali | Edited by Deepshikha Ghosh | Thursday March 28, 2019
বৈঠক শেষে এনডিটিভিকে শত্রুঘ্ন বলেন, “রাহুল গান্ধী খুব উত্সাহী ও ইতিবাচক। তিনি আমার প্রশংসা করে বলেন যে, আমি বিজেপির মধ্যে মর্যাদা বজায় রেখেই বিদ্রোহ ও সমালোচনা করেছি। রাহুল আমার চেয়ে ছোট, কিন্তু আজ তিনি দেশের একজন জনপ্রিয় নেতা। আমি নেহরু-গান্ধীর পরিবারের সমর্থক (supporter of the Nehru-Gandhi family)। আমি মনে করি তাঁরাই দেশের নির্মাতা।"
www.ndtv.com/bengali