Bengali | Edited by Biren Bhattacharya | Wednesday November 13, 2019
মহারাষ্ট্রে জারি করা হল রাষ্ট্রপতি শাসন (Maharashtra Under President's Rule), মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ২০ দিনের পরেও, বিজেপি, শিবসেনা (Shiv Sena), এনসিপি, তিন দলকেই সরকার গঠনের জন্য আহ্বান করেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, তবে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে পারেনি কেউই, কেন্দ্রকে এই রিপোর্ট দেওয়ার পরেই সেরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হল মঙ্গলবার। এদিন সকাল ১১টায় রাজ্যপালের সঙ্গে কথা বলে এনসিপি, তারাও রাজ্যপালের কাছে আরও সময় চায়। শিবসেনাকে সমর্থন নিয়ে এনসিপি ও কংগ্রেসের আলোচনা চলার মধ্যেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হয়।
www.ndtv.com/bengali