Bengali | NDTV | Saturday July 20, 2019
শুক্রবার সোনভদ্রায় গুলিতে নিহত ১০ জনের পরিবারের সঙ্গে সাক্ষাতের আগেই মীর্জাপুরে আটকে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধিকে আটকে দেওয়া হলেও শনিবার সকালে তাঁর সঙ্গে নিহতদের পরিবারের সাক্ষাতের অনুমতি দেয় উত্তরপ্রদেশ পুলিশ। শুক্রবার সোনভদ্রার কাছে মীর্জাপুরের একটি অতিথি নিবাসে রাত কাটান প্রিয়ঙ্কা।
www.ndtv.com/bengali