Bengali | Edited by Indrani Halder | Wednesday March 18, 2020
দেশ জুড়ে করোনা (Coronavirus) সংক্রমণের আবহের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মোদি সরকার। সেই মতো দেশের সব রাজ্যগুলিতেই আপাতত স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে। তবে এই সময়টাই তো প্রায় সব স্কুলেই ছাত্রছাত্রীদের এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে ওঠার সময়। কিন্তু অনেক স্কুলেই হঠাৎ করে বন্ধ রাখার জেরে সম্পন্ন করা সম্ভব হয়নি পরীক্ষা। এই পরিস্থিতিতে অভিনব সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের যোগী সরকার। রাজ্যের (Uttar Pradesh) সমস্ত স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে উঠিয়ে দেওয়া হবে (Class Promotion) বিনা পরীক্ষাতেই, নেওয়া হল এই সিদ্ধান্ত। শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীনেশ শর্মা জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের পরেই এই বিবেচনা করা হয়েছে।
www.ndtv.com/bengali