Bengali | NDTV Offbeat Desk | Friday May 10, 2019
একটি ভাইরাল ভিডিও ছুঁয়ে গেল বিশ্বের সব প্রান্তের মানুষের মন। সেখানে দেখা যাচ্ছে আফগানিস্তানের একটি ছোট্ট ছেলে তার প্রস্থেটিক পা পাওয়ার পরে আনন্দে নাচ করছে। রোয়া মুসওয়ারি নামে এক ব্যক্তি খবরটি টুইটারে প্রথম শেয়ার করেন। তিনি লেখেন, আহমেদ নামে ওই ছেলেটি আফগানিস্তানের লোগার অঞ্চলের বাসিন্দা। ল্যান্ডমাইন বিস্ফোরণে তার পা উড়ে গিয়েছিল। হাসপাতালে নিজের ওয়ার্ডে ভর্তি বাকিদের সামনে আহমেদের নাচই বলে দিচ্ছে সে কতটা খুশি।
www.ndtv.com/bengali