Bengali | Edited by Indrani Halder | Saturday December 14, 2019
সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Act) বিরুদ্ধে বাংলায় আছড়ে পড়েছে বিক্ষোভের ঝড়। শনিবারও রাজ্যের (West Bengal) বিভিন্ন স্থানে সড়ক ও রেল অবরোধ হয়, ফলে দুর্ভোগে পড়তে হয় মানুষজনকে। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলা এবং হাওড়াতেও বিভিন্ন জায়গায় অবরোধ হয়, এলাকায় উত্তেজনা ছড়ায় বলেও জানা যায়। এদিকে উত্তর ও দক্ষিণবঙ্গকে সংযোগকারী মূল রাস্তা জাতীয় ৩৪ নম্বর হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ (Protest Over Citizenship Act) দেখানো হয়। প্রতিবাদ আন্দোলন হয় মুর্শিদাবাদেও, সেখানে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে অবরোধ করে উত্তেজিত জনতা। ওই জেলার আরও কয়েকটি সড়কও অবরোধ করা হয় বলে জানা গেছে। হাওড়া জেলার ডোমজুড় এলাকায় বিক্ষোভকারীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।
www.ndtv.com/bengali