Bengali | NDTV | Tuesday January 29, 2019
দেশের প্রায় দু’হাজারেও বেশি পড়ুয়ার সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির তালকটোরা স্টেডিয়ামে ‘পরীক্ষায় পে চর্চা' অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী মোদি পরীক্ষার্থীদের মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় বাতলান। প্রধানমন্ত্রী জানান, পরীক্ষার গুরুত্ব আছে, কিন্তু যদি আমরা যদি মনে করি যে এই জীবনটা পরীক্ষাটাই আমাদের জীবনের পরীক্ষা নয় তাহলে চাপ কম হবে। এই পরীক্ষার বাইরেও জীবন আছে। পরীক্ষাটাকে একদিনের খেলার মতো দেখুন এবং তার আনন্দ নিন। এই অনুষ্ঠানে একজন মহিলা অভিভাবক প্রধানমন্ত্রী মোদিকে বলেন যে, “আমার ছেলে পড়াশোনায় ঠিকই ছিল, কিন্তু আজকাল অনলাইন গেমসের কারণে সে দুর্বল হয়ে গেছে।” এই মন্তব্যের পরেই প্রধানমন্ত্রী বলেন, “এই PUBG খেলা টা কী?” মোদির এই প্রশ্ন শুনেই সারা স্টেডিয়াম জুড়েই গুঞ্জন শুরু হয়। প্রধানমন্ত্রী অভিভাবকদের পরামর্শ দিয়ে বলেন যে, শিশুদের উপর নিজেদের স্বপ্ন বা ইচ্ছা চাপিয়ে দেবেন না, তাতে বাচ্চারা আরও চাপে পড়ে যায়। যদি আপনার বাচ্চা ব্যর্থও হয় তবে বাবা মা হয়ে তাঁদের পাশে থাকুন। ‘লোকে কী বলবে’ এটা ভেবে চাপ দেবেন না।
www.ndtv.com/bengali