Bengali | Edited by Biren Bhattacharya | Thursday February 6, 2020
গত ৬ মাস ধরে গৃহবন্দি রয়েছেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) এবং মেহববা মুফতি (Mehbooba Mufti), সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে জনসুরক্ষা আইন (Public Safety Act) লাগু হতে পারে বলে সূত্র মারফৎ জানতে পেরেছে NDTV, কোনও বিচারপ্রক্রিয়া ছাড়াই এই আইনে ২ বছর পর্যন্ত কাউকে আটক করে রাখা যেতে পারে। নাম প্রকাশ না করার শর্তে, এক পুলিশ আধিকারিক NDTV কে জানান, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির আটকের পরোয়ানায় স্বাক্ষর করবেন এক জেলা শাসক।
www.ndtv.com/bengali