Bengali | Edited by Anindita Sanyal | Friday March 29, 2019
বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, "সীমান্ত সংলগ্ন অঞ্চল জুড়ে জইশ-ই-মহম্মদের কার্যকলাপ এবং পুলওয়ামার ওই ভাবহয় হানার সঙ্গেও এই জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রত্যক্ষ প্রমাণ দেওয়ার পরেও, যে প্রতিক্রিয়া পাকিস্তান দিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক।
www.ndtv.com/bengali