Bengali | Press Trust of India | Sunday May 12, 2019
Lok Sabha Election 2019 Phase 6: লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়ে গেছে, ষষ্ঠ দফার ভোট রবিবার। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ জঙ্গমহলের এলাকাগুলিতে ভোটগ্রহণ হবে ছুটির দিনে। একসময়ের মাওবাদী প্রভাবিত এলাকা, যদিও এখন পরিস্থিতি পাল্টেছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বহু মাওবাদী যেমন আত্মসমর্পণ করেছে, তেমনই সরকার বিভিন্ন প্রকল্প ও সুবিধা প্রদানের ফলে মাওবাদী উপদ্রব কমেছে। তবে এই জায়গাগুলিতে অতিরিক্ত সতর্ক থাকছে নির্বাচন কমিশন সহ নিরাপত্তা বাহিনী। এই দফায় ভোটের ময়দানে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, কেন্দ্রের শাসকদল বিজেপি, সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লকের মতো বামদলগুলি। কংগ্রেসও রয়েছে এই দফার ভোটযুদ্ধে। ৮৩ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন ১,৩৩,৬৯,৭৪৯ জন ভোটার।
www.ndtv.com/bengali