Bengali | Edited by Indrani Halder | Wednesday November 6, 2019
খড় পোড়ানোর ফলে বায়ুদূষণ (Air Pollution) বাড়ছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা ইপিসিএর করা আবেদনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করেছে সরকারকে। কড়া ভাষায় শীর্ষ আদালত বলেছে যে খড় পোড়ানো (Stubble Burning) যে করে হোক নিয়ন্ত্রণ করতে হবে। কেননা এটা নিয়ন্ত্রণ করতে অক্ষম হলে ১০০ বছর পিছিয়ে যাবে দেশ।
www.ndtv.com/bengali