Bengali | Edited by Joydeep Sen | Wednesday May 6, 2020
আইআইটি-খড়গপুরের বিসি রায় ইনস্টিটিউট কোয়ারান্টাইন কেন্দ্র (Quarantine centre in IIT-Kharagpur) হল। ভিন রাজ্য থেকে যারা বাংলায় ফিরছেন, তাঁদের জন্য এই ব্যবস্থা। বুধবার জানালেন আইআইটি-খড়গপুরের এক আধিকারিক। ৯২০০ বর্গমিটার জায়গায় তৈরি দ্বিতল এই আবাসন এক মাসেই আগেই পশ্চিম মেদিনীপুর (West midnapore District) জেলা প্রশাসনকে ছেড়ে দেওয়া হয়েছে।
www.ndtv.com/bengali