Bengali | Edited by Joydeep Sen | Friday April 10, 2020
২০১৬ সালে ভারতের মোট জনসংখ্যার অর্ধেক ম্যালারিয়া প্রবণ বলে দাবি করেছিল একটা সংস্থা। প্রায় ৬৯৮ মিলিয়ন মানুষ এই রোগে সংক্রমিত হতে পারে। এমনটা উল্লেখ ছিল ওয়ার্ল্ড ম্যালেরিয়ার রিপোর্টে। কিন্তু তারপরেও ক্রমশ মন্দা দেখা যায় সিঙ্কোনা চাষে। সিন্থেটিক-কেমিক্যাল উৎপাদন বেড়ে যাওয়ায় পড়ে পড়ে নষ্ট হতে থাকে সেই গাছ।
www.ndtv.com/bengali