Bengali | NDTV | Friday December 14, 2018
রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রকে ক্লিনচিট দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানাল, রাফাল চুক্তিতে কোনও দুর্নীতি হয়নি। যা, আদতে স্বস্তির তাজা বাতাস এনে দিল সরকারের অন্দরমহলে। ৩৬'টি যুদ্ধবিমান কিনতে ৫৯,০০০ কোটি টাকার চুক্তি হয়েছিল বলে কংগ্রেস অভিযোগ করেছিল দুর্নীতির। যে পিটিশন আদালতে তারা দাখিল করেছিল, সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছিল, এত টাকার চুক্তি কেন্দ্র করেছে কেবল অনিল আম্বানির সংস্থাকে সুবিধে পাওয়ে দেওয়ার জন্যই। আদালত সেই অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়ে দিল, "বাণিজ্যিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্য ছিল এই চুক্তিতে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি"।
www.ndtv.com/bengali