Bengali | Edited by Indrani Halder | Friday July 31, 2020
২৯ জুলাই অর্থাৎ গত বুধবারই ফ্রান্স থেকে মোট ৫টি রাফাল যুদ্ধবিমান (Rafale Fighter Plane) ভারতে এসে পৌঁছেছে। এই (Rafale) ঘটনায় ভারতের (India) অন্য প্রতিবেশী দেশগুলো কোনও প্রতিক্রিয়া না দিলেও পাকিস্তান প্রমাদ গুনছে। যদিও লাদাখ সীমান্তে উত্তেজনা সৃষ্টিকারী চিন এখনও এবিষয়ে টুঁশব্দও করেনি। কিন্তু পাকিস্তান (Pakistan) রাফাল নিয়ে এতটাই বিচলিত যে তারা (Pakistan on Rafale) ভারতের আন্তর্জাতিক ফোরামে দেওয়া প্রতিশ্রুতিকেও স্মরণ করিয়ে দিচ্ছে। একথা সকলেই মানবে যে, রাফাল যুদ্ধবিমানগুলো যে পরিমাণ প্রযুক্তিগত শক্তির অধিকারী তার মোকাবিলা করার জন্য এই মুহূর্তে অন্তত চিন বা পাকিস্তান, কারও কাছেই যোগ্য জবাব নেই।
www.ndtv.com/bengali