Bengali | Edited by Indrani Halder | Thursday April 30, 2020
দেশে যেভাবে করোনা সংক্রমণ (Coronavirus) কমাতে টানা লকডাউন চলছে তা নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এই লকডাউন পরিস্থিতি নিয়েই আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে আলোচনা বৃহস্পতিবার আলোচনা করেন সনিয়া পুত্র (Rahul Gandhi)। সেই আলোচনাতেই রঘুরাম (Raghuram Rajan) বলেন, "লকডাউন করে দেওয়াটা খুব সহজ, কিন্তু দেশের অর্থনীতির পক্ষে এটা খুব একটা ভাল ফল দেবে না"। ভিডিও সাক্ষাৎকারে কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতির এক প্রশ্নের জবাবে বিশিষ্ট অর্থনীতিবিদ রঘুরাম রাজন হিন্দিতে বলেন, "আমাদের দেশের শুধু দরিদ্রদের বাঁচানোর জন্যেই কমপক্ষে ৬৫.০০০ কোটি টাকা সাহায্যের প্রয়োজন পড়বে"।
www.ndtv.com/bengali