Bengali | Edited by Rajit Das | Sunday August 11, 2019
’দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় কংগ্রেস (Congress)ও গান্ধি পরিবার (Gandhi Family)। ঘোর বিপর্যয়ে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস। পরাজয়ের দায় নিয়ে দায়িত্ব ছেড়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। আবেদন নিবেদনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে দলের হাল ধরবে কে? অনেক খুঁজেও সন্ধান মেলেনি অ-গান্ধি পরিবারের কারোও। শেষ পর্যন্ত অন্তবর্তী প্রধান (Interim Chief) হয়ে কংগ্রেসের নেতৃত্বে সনিয়া (Sonia Gandhi)। লোকসভায় গান্ধিদের নেতৃত্বাধীন কংগ্রেসকে মানুষ গ্রহণ করেনি। তবুও, দলের হাল ধরলেন রাজীব জায়া। যা নিয়ে রবিবার কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হাত শিবিরকে বিঁধে তিনি বলেন, ‘কংগ্রেস ফের প্রমাণ করল গান্ধি পরিবারের বিরুদ্ধে তারা কিছু ভাবতে রাজি নয়। পরিবারতন্ত্রের উদাহরণ এটা। যা অদ্ভূত বিষয়।'
www.ndtv.com/bengali