Bengali | Edited by Anindita Sanyal | Thursday March 28, 2019
রাজস্থানের একটি দৈনিকের (Rajasthan-based daily) মালিক সাংবাদিক রাজেন্দ্র ব্যাস (Rajendra Vyas) কেন্দ্রীয় দিল্লির হুমায়ূন রোডে পথ দুর্ঘটনায় আক্রান্ত হন। ওই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী। গাড়ি থামিয়ে আহত সাংবাদিককে নিজের গাড়িতে তোলেন তিনি। তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এআইএমএসে নিয়ে ভর্তিও করে দেন।
www.ndtv.com/bengali