Bengali | Edited by Indrani Halder | Wednesday September 25, 2019
ভাগ্যিস আরপিএফ কর্মীরা ছিলেন, তাই তো কপাল জোরে বেঁচে গেলেন এক ব্যক্তি। আমেদাবাদ রেল স্টেশন (Ahmedabad railway station) থেকে চলন্ত আশ্রম এক্সপ্রেসে চড়তে গিয়ে পিছলে পড়ে যান তিনি। তবে ওই যে বলে, 'রাখে হরি, মারে কে'? দুর্ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে ছুটে আসেন রেলের নিরাপত্তাকর্মীরা (Railway Protection Force)। তাঁদের জন্যেই (train rescue) শেষ পর্যন্ত ওই ব্যক্তির নাকের ডগা দিয়ে টা টা বাই বাই করে চলে যায় সাক্ষাৎ যমরূপী চলন্ত ট্রেনটি।
www.ndtv.com/bengali